বিশ্বের প্রায় সাড়ে ৩০০ ব্যক্তির ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপ

|

দুর্নীতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেয়ার অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩৫০ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার তালিকায় আছে ওইসব দেশের আইনপ্রণেতা, বিভিন্ন নেতা এবং তাদের পরিবার। খবর ভয়েস অব আমেরিকার।

গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসন বাধাগ্রস্ত করায় গুয়েতেমালার শতাধিক কংগ্রেস সদস্যসহ প্রায় ৩০০ নাগরিকের ওপর ভিসা বিধিনিষেধ দিয়েছে যুক্তরাষ্ট্র। দুর্নীতির সাথে জড়িত থাকায় বিভিন্ন দেশের আরও ৩০ ব্যক্তির ওপর ভিসা কড়াকড়ি আরোপ করা হয়।

মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতি অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনায় এই কড়াকড়ি আরোপ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ তালিকায় রয়েছে আফগানিস্তান, বসনিয়া, হাইতি, কঙ্গো, লাইবেরিয়াসহ আফ্রিকার বেশকিছু দেশ। এসব দেশের নির্বাহী বিভাগ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন বিধিনিষেধের তালিকায়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply