আবার পেছালো পিকে হালদারের শুনানি

|

পুরোনো ছবি: সংগৃহীত

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা:

পিকে হালদার মামলার শুনানি আবারও পেছালো। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ব্যাঙ্কশাল আদালতে এক আইনজীবীর মৃত্যুতে বিচার প্রক্রিয়া স্থগিত ঘোষণা করা হয়। যার ফলে মামলার পরবর্তী দিন ধার্য করা হয় ২০২৪ সালের ১৬ জানুয়ারি।

মঙ্গলবার অন্যান্য দিনের মতো ব্যাঙ্কশাল আদালতে পিকে হালদারসহ তার পাঁচ সহযোগীকে হাজির করা হয়। কিন্তু আদালতের বিচার প্রক্রিয়ার কার্যক্রম স্থগিত থাকায় তাদেরকে ফের জেল হেফাজতে পাঠিয়ে দেয় আদালত।

এর আগে, গত ১৭ নভেম্বের ব্যাঙ্কশাল আদালতে পিকে হালদার ও তার পাঁচ সহযোগীকে হাজির করা হয়েছিল। কিন্তু আদালতের এক কর্মীর মৃত্যুতে সেদিন কর্মবিরতি পালন করা হয়। তাদের বিরুদ্ধে প্রায় দশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের রাজারহাট থেকে পিকে হালদারকে গ্রেফতার করা হয়। এরপর আরও বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তার আরও ৫ সহযোগীকেও গ্রেফতার করা হয়। পরে ওই বছরের ২১ মে ‘অর্থ পাচার সংক্রান্ত আইন-২০০২’ (পিএমএলএ)-এ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

গ্রেফতার হওয়ার পরেই আদালতের তরফ থেকে পিকে হালদারকে দুই দফায় মোট ১৩ দিন পুলিশ রিমান্ডের নির্দেশ দেয়া হয়। এরপর থেকে কয়েক দফায় বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন অভিযুক্তরা। পিকে হালদারসহ ৫ পুরুষ অভিযুক্ত রয়েছেন কলকাতার প্রেসিডেন্সি কারাগারে। অন্যদিকে, একমাত্র নারী অভিযুক্ত রয়েছেন আলিপুর কেন্দ্রীয় কারাগারে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply