আবারও দেখা যাবে মেসি-রোনালদো দ্বৈরথ

|

ছবি: সংগৃহীত

প্রায় বছর পেরিয়ে যেতে চললো ফুটবল মাঠে দেখা হয়না সময়ের অন্যতম সেরা দুই মহাতারকা লিওনেল মেসি- ক্রিস্টিয়ানো রোনালদোর। কি করেই বা হবে, একজন পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রে, একজন সৌদি আরবে। কপালের ফেরে তাই দু’জনের বর্তমান অবস্থান ফুটবল বিশ্বের দুই প্রান্তে। তবে এবার সিট বেল্ট বেঁধে নিতেই পারেন ফুটবল ভক্তরা।

আগামী ১ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদ সিজন কাপে দেখা যাবে মেসি-রোনালদো দ্বৈরথ। এদিন রোনালদোর আল নাসরের বিপক্ষে খেলবে মেসির ইন্টার মায়ামি। এর আগে ২৯ জানুয়ারি মায়ামি খেলবে আল হিলালের বিপক্ষে। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে মেসির ক্লাব। মায়ামির ইতিহাসে প্রথম কোনো আন্তর্জাতিক সফর হতে যাচ্ছে এটি।

নেইমারের আল হিলালের বিপক্ষে মেসিরা খেলবে রিয়াদের কিংডম অ্যারেনায়। চোটের কারণে নেইমার এখন মাঠের বাইরে। এই ম্যাচের আগে তার মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই। এখন পর্যন্ত সৌদি প্রো লিগে শীর্ষে এশিয়ার সর্বোচ্চ ৬৬টি শিরোপা জেতা আল হিলাল। অন্যদিকে মেসি রোনালদোর মুখোমুখি হবেন ২ দিন পর, কিংডম অ্যারেনাতেই। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচ দুটি।

মেসি ও রোনালদো এর আগে ৩৫ বার মুখোমুখি হয়েছেন। মুখোমুখি দেখায় মেসি জিতেছেন ১৬ ম্যাচ, রোনালদো ১০টি। এই ম্যাচগুলোতে মেসির গোল ২১টি, গোলে সহায়তা করেছেন ১২ বার। রোনালদোর গোল ২০টি, গোলে সহায়তা করেছেন ১ বার। ইন্টার মায়ামির চীফ বিজনেস অফিসার জাভিয়ের আসেনসি সম্প্রতি কথা বলেছেন এই বহুল কাঙ্খিত ম্যাচ নিয়ে।

জাভিয়ের আসেনসি বলেন, এটা ফুটবল পাগল সমর্থকদের সঙ্গে স্থায়ী সম্পর্ক তৈরি করার বড় একটা সুযোগ। সৌদি আরবের নতুন সমর্থকদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য আমরা রোমাঞ্চিত। এই ম্যাচ আমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা নেবে, যেটা নতুন মৌসুমে আমাদের কৌশল ঠিক করতে ভূমিকা রাখবে। আমরা আল নাসর-আল হিলালের বিপক্ষে ম্যাচ নিয়ে রোমাঞ্চিত।

মায়ামির বিবৃতিতে আরও জানানো হয়েছে, উইবুক ওয়েবসাইটে গিয়ে এই ম্যাচের টিকিটি কাটা যাবে। তবে কোথায় ম্যাচটি সম্প্রচার করা হবে, সেই তথ্য পরে জানানো হবে। এরই মধ্যে মায়ামির প্রাক মৌসুমের কিছু সূচি চূড়ান্ত করা হয়েছে। জানুয়ারিতে মেসিরা মায়ামি খেলবে এল সালভাদরের বিপক্ষে। আর ফেব্রুয়ারিতে হংকংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে এশিয়ার দর্শক মাতাবেন লিওনেল মেসি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply