ইসরায়েলি আগ্রাসনে নিখোঁজ ৮ হাজার বাসিন্দা, বাস্তুচ্যুত ১৯ লাখ মানুষ

|

আহত ফিলিস্তিনি শিশুকে গাজার আল শিফা হাসপাতালে নিয়ে যাওয়ার একটি মুহূর্ত। ছবি: ইউএন।

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিখোঁজ কমপক্ষে ৮ হাজার বাসিন্দা। আর বাস্তুচ্যুত ১৯ লাখ মানুষ। এ তথ্য নিশ্চিত করেছেন উপত্যকার প্রতিরক্ষা বাহিনী। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিখোঁজদের বেশিরভাগই আটকা ভবনের ধ্বংসস্তূপের নীচে। তবে উন্নত যন্ত্রপাতির অভাবে উদ্ধার কাজ চালাতে পারছে না তারা। এছাড়া ইসরায়েলি সেনাদের হাতে বন্দি এবং পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায়ও রয়েছেন অনেক ফিলিস্তিনি। নিখোঁজদের বেশির ভাগই উত্তর ও দক্ষিণাঞ্চলের বাসিন্দা।

চলমান যুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বোমা হামলায় ঘরবাড়ি হারিয়েছেন আরও ১৯ লাখ বাসিন্দা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরইমধ্য, আশ্রয়কেন্দ্রগুলোয় সাড়ে ৩ লাখের বেশি মানুষ ডায়রিয়া আক্রান্ত।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply