সভা-সমাবেশ নিষিদ্ধ করে চিঠি দেয়ার এখতিয়ার ইসির আছে: তথ্যমন্ত্রী

|

ছবি: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ । ফাইল ছবি

নির্বাচনের সময় সভা-সমাবেশ নিষিদ্ধ করে চিঠি দেয়ার এখতিয়ার আছে ইসি’র। সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, ওই চিঠির ফলে সাংবিধানিক কোনো অধিকার ক্ষুণ্ন হয় কিনা, তা খতিয়ে দেখতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, ৩৫০টি গাড়িতে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। এটা কেমন রাজনীতি? এই অপরাজনীতি চিরদিনের জন্য বন্ধ করা উচিত। মানুষ আওয়াজ তুললে এটা বন্ধ হবে চিরতরে।

তথ্যমন্ত্রী আরও বলেন, দেশ এখন নির্বাচনমুখী। কিন্তু নির্বাচন বানচালের জন্য গুপ্তস্থান থেকে ডাক দেয়া হচ্ছে। বিরোধীরা হরতাল-অবরোধের নামে যে অগ্নিসন্ত্রাস করছে সেগুলোকে মানুষ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গাজীপুরের ট্রেন দুর্ঘটনার বিষয়ে হাছান মাহমুদ বলেন, ট্রেন লাইন কাটার সাথে জড়িতদের খুঁজে বের করবে প্রশাসন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply