দখলকৃত পশ্চিম তীরে অব্যাহত ইসরায়েলি বাহিনীর ভয়াবহ তাণ্ডব। জেনিনে তৃতীয় দিনের মতো চলছে বিরতিহীন অভিযান। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। ৪ শতাধিক বাড়িতে তল্লাশি চালিয়েছে ইসরায়েলি সেনারা। একাধিক আবাসিক এলাকায় রাতভর হয় গোলাবর্ষণ।
ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই সাঁড়াশি অভিযানে অংশ নিয়েছে ১ হাজার ৪শ’ ইসরায়েলি সেনা। ড্রোন হামলায় বিধ্বস্ত হয় শহরের বিভিন্ন সড়ক। জেনিনের গুরুত্বপূর্ণ একটি থিয়েটারে অভিযান চালিয়ে এক পরিচালক ও ম্যানেজারকে আটক করা হয়েছে। টার্গেট করা হয় শরণার্থী ক্যাম্পও।
এদিকে, জেনিনের আশপাশের এলাকা ও গ্রামগুলোতেও অভিযানের পরিধি বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছে ইহুদি বাহিনী। হেবরন ও নাবলুসেও হামলা-ধরপাকড় চালানো হয়। পূর্ব জেরুজালেমে গুড়িয়ে দেয়া হয় ফিলিস্তিনিদের বাড়িঘর।
/এআই
Leave a reply