সাবেক এনএসআই কর্মকর্তার লড়াই, ৩০ বছর পর ফিরে পেলেন অধিকার

|

দীর্ঘ ৩০ বছরের আইনী লড়াই শেষে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সাবেক কর্মকর্তা বখতিয়ার আহমেদ খানের বেতন ভাতাসহ সকল সুযোগ-সুবিধা পরিশোধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

বিএনপি সরকারের সময় চাকরিচ্যুত হয়েছিলেন লে: বখতিয়ার আহমেদ খান। তবে তিন দশক পরে হলেও আত্মসম্মান ও মর্যাদা ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি। বলেন, মামলাটি অনেক শক্তিশালী ছিল। কিন্তু আমার দৃঢ় আশা ছিল আমি এই মামলায় জয় পাবো।

তার আইনজীবী রাশনা ইমাম জানান, প্রাপ্য অধিকার ফিরে পেতে এতটা সময় অপেক্ষা করা দু:খজনক। বখতিয়ার আহমেদের যেহেতু অবসরের সময় পার হয়ে গেছে, তাই চাকরিচ্যুত হবার পর থেকে অবসরের সময়ের আগ পর্যন্ত না পাওয়া সব সুযোগ-সুবিধা তিনি ফিরে পাবেন।

অবসরপ্রাপ্ত লে: বখতিয়ার আহমেদ খান ১৯৮২ থেকে ১৯৯২ পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের কারিগরী শাখায় উপ-পরিচালক হিসাবে কর্মরত ছিলেন।

১৯৯০ সালের ডিসেম্বরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতির সচিবালয়ে তাকে ওএসডি হিসেবে সংযুক্ত করা হয় এবং ১৯৯২ সাল পর্যন্ত তা-ই ছিলেন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply