মুড়িকাটা পেঁয়াজের যোগান বেড়েছে, কমছে অন্যান্য জাতেরও দাম

|

মাঠ থেকে পেঁয়াজ তুলছেন চাষীরা।

রাজধানীর বাজারে মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বেড়েছে। এর প্রভাবে বিভিন্ন জাতের দামে ইতিবাচক প্রভাব পড়ছে। দোকানদাররা জানিয়েছেন, পেঁয়াজের দর বাড়ার ফলে তাদের ব্যবসায় কিছুটা ভাটা পড়েছিল। এখন আগের অবস্থায় ফিরছে।

খুচরা বাজারে, দেশি জাতের পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকার আশেপাশে। আর ভারতীয় পেঁয়াজের জন্য গুণতে হচ্ছে ১৩০ টাকা। এরমধ্যে এক দিনের ব্যবধানে মুড়িকাটা পেঁয়াজের দর কেজিতে আরও ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

বিক্রেতারা বলছেন, সরবরাহ প্রতিদিনই বাড়ছে। পাবনা, ফরিদপুর, চাপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নতুন মৌসুমের পেঁয়াজ আসছে। দুই-তিন দিনের মধ্যে সরবরাহ দ্বিগুণ হবে।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর ভারতের পেঁয়াজ আমদানি বন্ধের ঘোষণায় দেশের বাজারে হুট করে কেজিপ্রতি দাম ওঠে ২৫০ টাকা পর্যন্ত। তাতে অসাধু সিন্ডিকেট হাতিয়ে নেয় শত শত কোটি টাকা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply