মেসি-এমবাপ্পে-হাল্যান্ড কার হাতে উঠবে ফিফার বর্ষসেরার পুরস্কার?

|

আগামী ১৫ জানুয়ারি লন্ডনে অনুষ্ঠিত হবে ‘ফিফা দ্য বেস্ট’এর পুরস্কার বিতরণী। ওইদিন আনুষ্ঠানিক ঘোষণা হবে ২০২৩ সালের বর্ষসেরা ফুটবলার ও কোচদের নাম। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ফিফা।

তালিকায় আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে আছেন নরওয়েজিয়ান ফরওয়ার্ড আর্লিং হাল্যান্ড ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। আর বর্ষসেরা নারী ফুটবলারের তালিকায় রয়েছেন, স্পেনের আইতানা বোনমাতি ও হাভিয়ের এরমোসো এবং কলম্বিয়ার লিনদা কাইসেদো।

সেরা খেলোয়াড় ও কোচ নির্বাচনে ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে এ বছরের ২০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সকে বিবেচনা করা হচ্ছে। এর আগে,পুরস্কারের জন্য প্রাথমিকভাবে ১২ ফুটবলার ও ৫ কোচকে বেছে নিয়েছিলো ফিফার বিশেষজ্ঞ প্যানেল। সেই তালিকা থেকে আন্তর্জাতিক জুরিবোর্ড এই সংক্ষিপ্ত তালিকা করে। এই জুরিবোর্ডে আছেন সব জাতীয় দলের অধিনায়ক ও কোচ, ফুটবল সাংবাদিক ও ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে ভোট দেওয়া ফুটবলভক্তরা।

গত বছর ডিসেম্বরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর ফিফা দ্য বেস্ট পুরস্কারও জিতেছিলেন মেসি। শুধু আর্জেন্টিনার হয়েই নয়, ফরাসি ক্লাব পিএসজির হয়েও তিনি বছরজুড়ে দুর্দান্ত খেলেছিলেন। ফরাসি লিগে সর্বোচ্চসংখ্যক গোলে অ্যাসিস্ট করেছিলেন। বিশ্বকাপের পর পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করে তিনি বেছে নেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিকে। সেখানেও দুর্দান্ত আর্জেন্টাইন তারকা।

অন্যদিকে দেশকে বিশ্বকাপ না জেতাতে পারলেও পিএসজির হয়ে দারুণ খেলেছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি লিগে একের পর এক গোল করে চলেছেন তিনি। হাল্যান্ডও এবার ‘দ্য বেস্ট’ পুরস্কারের বড় দাবিদার। ফিফার বেঁধে দেওয়া সময়ের মধ্যে ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান স্ট্রাইকার করেছেন ২৮টি গোল। ইউরোপিয়ান গোল্ডেন শুসহ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট, সেরা খেলোয়াড় ও সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার এরই মধ্যে জিতেছেন তিনি।

ফিফা বর্ষসেরা কোচের লড়াইয়ের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করা হয়েছে। তাতে জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা, ইন্টার মিলানের সিমোনে ইনজাগি ও নাপোলির লুসিয়ানো স্পালেত্তি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply