সুরিয়াকুমার ইয়াদাভের রেকর্ড ছোঁয়ার দিনে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানে হারিয়েছে ভারত। এতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ড্র (১-১) হলো। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) জোহানেসবার্গে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিং পায় ভারত। ওপেনার যশস্বী জয়সওয়াল ৪১ বলে ৬ চার ও ৩ ছক্কায় করেন ৬০ রান। অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ ৫৬ বলে ৭টি চার ও ৮টি বিশাল ছক্কায় করেন তার চতুর্থ সেঞ্চুরি। দুজনে মিলে ১১.৩ ওভারে ১১২ রানের জুটি গড়েন। যার ফলে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২০১। প্রোটিয়াদের পক্ষে ২৬ রান খরচ করে ২টি উইকেট পান কেশব মহারাজ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মা নিজের চতুর্থ সেঞ্চুরিটি পান ২০১৮ সালে। গত মাসে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে রেকর্ডটিতে ভাগ বসান অজি হার্ডহিটার গ্লেন ম্যাক্সওয়েল। এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ সেঞ্চুরি করে তাদের রেকর্ড স্পর্শ করলেন সুরিয়াকুমার ইয়াদাভ।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩.৫ ওভারেই থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। দলের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন ডেভিড মিলার। ২.৫ ওভারে ১৭ রানে ৫ উইকেট শিকার করেন কুলদীপ ইয়াদাভ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয় স্পিনারের এটাই বেস্ট বোলিং ফিগার।
উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজ সমাপ্ত। এখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুদল। ১৭ ডিসেম্বর জোহানেসবার্গে হবে প্রথম ম্যাচটি।
/এএম
Leave a reply