যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

|

ছবি: রয়টার্স

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্রের ইহুদিরা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পেনসিলভানিয়া রাজ্যে বিশাল জনসমাবেশ করেন তারা। খবর দ্য গার্ডিয়ান, রয়টার্সের।

‘জ্যুইশ ভয়েস ফর পিস’ নামে একটি ইহুদি সংগঠন বিক্ষোভের আয়োজন করে। এদিন ফিলাডেলফিয়ার মহাসড়ক অবরোধ করে জমায়েত হন কয়েকশ বিক্ষোভকারী। ‘সিজফায়ার নাও, লেট গাজা লিভ’ নামের প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান জানান দেন তারা। সাধারণ মানুষকে নির্বিচার হত্যার জেরে ইসরায়েলের তীব্র সমালোচনা করেন তারা। জরুরি ভিত্তিতে উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকরে বাইডেন ও নেতানিয়াহু প্রশাসনের প্রতি আহ্বান তাদের।

বিক্ষোভকারীদের অবস্থানে মহাসড়ক বন্ধ হয়ে এতে তীব্র যানযট সৃষ্টি হয় শহরজুড়ে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে মাঠে নামে পুলিশ। ঘটনাস্থল থেকে আটক করে অন্তত ৩৬ বিক্ষোভকারীকে। এদিন ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্টের সামনে ও ওয়াশিংটনেও আলাদা বিক্ষোভের আয়োজন করে ইহুদি সংগঠনটি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply