ভ্যাট পরিশোধ প্রক্রিয়াকে শতভাগ ডিজিটালাইজেশন করতে কাজ চলছে: শুল্ক কর্মকর্তা

|

ভ্যাট পরিশোধের প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। ই-ইনভয়েস সফটওয়্যার সচল করা হলে ভ্যাট প্রদান প্রক্রিয়া শতভাগ ডিজিটালাইজেশন হবে বলে জানিয়েছেন কাস্টমস রিক্স ম্যানেজমেন্ট কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, রাজস্ব বোর্ড এ লক্ষ্যে কাজ করছে। এতে সেবার মানও বাড়বে বলে জানান তিনি।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভ্যাট বার অ্যাসোসিয়েশন আয়োজিত সভায় এসব তথ্য জানান এই শুল্ক কর্মকর্তা।

এই সভায় উপস্থিত ছিলেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফও। মূল প্রবন্ধ পাঠ করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ড. নূরুল আজহার।

সভায় জানানো হয়, এখন গ্রাহকরা ডিজিটাল পদ্ধতিতে রাজস্ব কার্যালয় থেকে তথ্য নিয়ে থাকে। সোনালী ব্যাংকের ৫৮০টি ট্রেজারি ব্রাঞ্চ থেকেই অর্থ পরিশোধ করা যাচ্ছে বলেও জানান তারা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply