ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের ৫৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা আটকে দিলো হাঙ্গেরি। এ বিষয়ে ইইউ বৈঠকে ভেটো দেয় দেশটি। তবে দ্রুতই কিয়েভকে সহায়তা দেয়ার ইস্যুটির সুরাহা হবে বলে আশাবাদী জোটের নেতারা। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) জোটের উচ্চ পর্যায়ের বৈঠকে সহায়তা দেয়ার বিষয়টিতে ভেটো দেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ইইউ নেতারা জানান, বৈঠকে এ বিষয়ে একমত হতে পারেনি হাঙ্গেরি। তবে দ্রুতই সব দেশ ঐক্যমতে পৌঁছাতে পারবে বলে আশাবাদী তারা।
ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট জানান, ইউক্রেনকে যে সহায়তা দেয়া হয়েছে তাতে এখন পর্যন্ত স্বচ্ছল আছে দেশটি। আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে এই সংক্রান্ত আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, সে বৈঠকের পর সহায়তাসহ জোটভূক্তির বিষয়েও ইউক্রেনকে সুখবর দিতে পারবে ইউরোপীয় ইউনিয়ন।
এসজেড/
Leave a reply