ষাঁড়ের কাণ্ডে বন্ধ ট্রেন চলাচল। এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি স্টেশনে। একটি ষাঁড়ের কারণে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় ওই স্টেশনের সকল ট্রেনের শিডিউল।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে নেওয়ার্ক পেন স্টেশনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে বিষয়টি নিয়ে বেশ মজা নিচ্ছেন ব্যবহারকারীরা। অনেকে আবার রেল স্টেশন সংশ্লিষ্টদের গাফিলতির প্রসঙ্গও টেনে আনছেন।
কর্তৃপক্ষ জানায়, নিউ জার্সিতে হারিয়ে যাওয়া একটি ষাঁড় হঠাৎ করেই এসে দাঁড়িয়েছিল রেললাইনের ওপর। বিষয়টি নজরে আসে পুলিশের। দুর্ঘটনা এড়াতে ঘণ্টাখানেক বন্ধ রাখে ট্রেন চলাচল। এতে সেখানকার ট্রানজিটে সাময়িক বিলম্বের সৃষ্টি হয়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
পরে প্রাণীটিকে সেখান থেকে সরিয়ে নিতে মাঠে নামে পুলিশ। অনেক চেষ্টার পর সেটিকে খাঁচায় সরিয়ে নিতে সক্ষম হয় তারা। পরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যায়।
তবে ষাঁড়টি কীভাবে রেললাইনে আসলো সে বিষয়ে এখনও কিছু জানতে পারেনি কর্তৃপক্ষ। এর আগে ২০০৬ সালেও এমন এক ঘটনার প্রেক্ষিতে ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল নিউ জার্সিতে।
এসজেড/
Leave a reply