বিজয় দিবসের প্রথম প্রহরে আতশবাজির আলোয় উদ্ভাসিত টিএসসি

|

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে আতশবাজি ফুটিয়ে উদযাপন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন বিজয় দিবসের প্রথম প্রহরে আতশবাজি ফোটানো ছাড়াও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

উদযাপনে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ এসেছেন বিশ্ববিদ্যালয় চত্বরে। বিজয় উদযাপনকে বর্ণিল করতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আলোকসজ্জা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রতি বছরের মতো এবারও রাত ১১টা ৫৯ মিনিটে টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে আতশবাজি ফুটিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে টিএসসিকেন্দ্রিক সাংস্কৃতিক সংগঠন স্লোগান-৭১৷

এর আগে রাত ১১টা ৫০ মিনিটে টিএসসি প্রাঙ্গণে উপস্থিত শিক্ষার্থী ও দর্শনার্থীদের বিজয় শপথ পাঠ করানো হয়৷ পরে টিএসসিতে আয়োজিত কনসার্টে মেতে উঠেন দর্শনার্থীরা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply