সৎ সাহস থাকলে সুষ্ঠু নির্বাচনের আহ্বান ড. মঈন খানের

|

সৎ সাহস থাকলে ক্ষমতা ছেড়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তার দাবি, গণতন্ত্রকে হত্যা করে বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় র‍্যালির আগে সমাবেশে এ আহ্বান জানান তিনি।

সরকার দেশের সব সম্পদ লুন্ঠন করেছে দাবি করে ড. মঈন খান বলেন, সিট ভাগাভাগি, আর্থিক লেনদেন ও প্রহসনের নির্বাচনের খেলা বন্ধ করুন। ক্ষমতার জন্য নয়, বিএনপি জনকল্যাণে রাজনীতি করে। যারা দেশ লুটপাট করে গণতান্ত্রিক অধিকার হরণ করেছে তাদের পতন ঘটাতে হবে।

পরে দলটির র‍্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে শান্তিনগর মোড় ঘুরে নয়াপল্টনে এসে শেষ হয়। র‍্যালিতে যোগ দিতে পরে দুপুর থেকেই দলের কার্যলালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। এর মধ্য দিয়ে ৫০ দিন পর নয়াপল্টনে কোনো কর্মসূচি পালন করলো বিএনপি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply