গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলি এজেন্টকে ফাঁসি দিলো ইরান

|

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের ফাঁসি কার্যকর করলো ইরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার হয়ে কাজের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। খবর রয়টার্সের।

শনিবার স্থানীয় সময় সকালে দেশটির সিস্তান-বেলুচিস্তান প্রদেশে দেয়া হয় মৃত্যুদণ্ডের সাজা। তবে দণ্ডিত ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি।

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে স্পর্শকাতর তথ্য সংগ্রহ ও বিদেশি সংস্থা, বিশেষ করে ইসরায়েলি সংস্থাকে তা সরবরাহের অভিযোগ রয়েছে।

ইরানের তরফ থেকে জানানো হয়, ওই ব্যক্তি একটি নির্দিষ্ট গোষ্ঠীর হয়ে প্রোপাগাণ্ডা ছড়ানো ও দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছিল।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply