হুতিদের হামলার ভয়ে লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা ডেনমার্কের

|

হুতিদের হামলার ভয়ে লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ডেনমার্কের জাহাজ কোম্পানি মেয়ার্স্ক। শুক্রবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এ ঘোষণা দেয় শিপিং জায়ান্টটি। খবর আরব নিউজের।

সম্প্রতি লোহিত সাগরে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর এই সিদ্ধান্ত নিলো ড্যানিশ প্রতিষ্ঠানটি।

মেয়ার্স্ক জানিয়েছে, শুক্রবার বাব-আল-মান্দেব প্রণালীতে তাদের জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। বৃহস্পতিবারও একই এলাকায় একটি কন্টেইনার শিপ হামলার শিকার হয়। এ ঘটনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই সমুদ্র পথ ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

ইয়েমেনের উপকূলবর্তী সমুদ্রপথ ব্যবহারের বদলে আফ্রিকা ঘুরে জাহাজ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে মেয়ার্স্ক। এরআগে গাজায় বর্বরতার অভিযোগে ইসরায়েলি জাহাজে হামলার ঘোষণা দেয় হুতি বিদ্রোহীরা। এরইমধ্যে বেশ কয়েকটি জাহাজ জব্দ করেছে তারা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply