উত্তরাঞ্চলীয় সীমান্তেও পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ। গেল ২৪ ঘণ্টায় দুই পক্ষের বিমান হামলায় তুঙ্গে উত্তেজনা। এক প্রতিবেদনে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর স্থাপনা টার্গেট করে রকেট নিক্ষেপ করে ইসরায়েলি সেনাবাহিনী। একাধিক কমান্ড পোস্ট এবং কন্ট্রোল সেন্টার ধ্বংসের দাবি করেছে তারা।
জবাবে সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহও। গাইডেড মিসাইল ছুঁড়ে সীমান্তবর্তী সেনাবাহিনীর একটি স্থাপনা ধ্বংস করার দাবি তাদের। এতে বিপুল সংখ্যক ইহুদি সেনা হত্যার দাবিও সশস্ত্র গোষ্ঠীটির। যদিও বিষয়টি নিশ্চিত করেনি তেল আবিব।
এদিকে, গেল ৭ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র সমর্থিত লেবাননের সেনাবাহিনীর ৩৪টি টার্গেটে ইসরায়েল হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের। এ ঘটনায় তেল আবিবকে কঠোরভাবে তিরস্কার করেছে বাইডেন প্রশাসন।
/এআই
Leave a reply