নিউজিল্যান্ডের মাটিতে কখনো জয় না পাওয়া বাংলাদেশ মাঠে নেমেছে ইতিহাস বদলাতে। রোববার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর চারটায় ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টির ফলে বল মাঠে গড়িয়েছে এক ঘণ্টারও বেশি সময় পর। তবে মাঠে নেমে আবারও বৃষ্টি বাঁধায় ফিরে যেতে হয়েছিল ড্রেসিংরুমে।
তবে সুখবর হচ্ছে, বৃষ্টি শেষে আবারও মাঠে নেমেছে এই দু’দল। ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে ৪০ ওভারে। এই প্রতিবেদন তৈরির আগ পর্যন্ত, নিউজিল্যান্ডের সংগ্রহ ১৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯৪ রান।
এদিন টসের পরেই শুরু হয় বৃষ্টি। বৃষ্টি বাধার আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত।
বৃষ্টি কমলে মাঠে নামে দু’দল। ১৩ দশমিক ৫ ওভারে নিউজিল্যান্ড ২ উইকেটে করেছিল ৬৩ রান। প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন শরিফুল। এক বলের ব্যবধানে তুলে নেন স্বাগতিকদের দুই উইকেট।
ইনিংসের চতুর্থ বলে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। শরিফুলের বলে শূন্য রানে উইকেটের পেছনে মুশফিকের হাতে ধরা পড়েন রাচিন রবীন্দ্র। ওভারের শেষ বলে হেনরি নিকোলসকেও শূন্য রানে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। তবে এরপরে আর কোনো টাইগার বোলার সাফল্য এনে দিতে পারেননি।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, জ্যাকব ডাফি, উইলিয়াম ও’রুর্ক।
/এমএইচ
Leave a reply