এক ফ্রেমে ১১ জন ‘ইতিহাসের সাক্ষী’

|

এক ফ্রেমে বাংলাদেশের সাবেক ও বর্তমান ১১ জন প্রধান বিচারপতি।

মহিউদ্দিন মধু:

সাবেক প্রধান বিচারপতিদের মিলনমেলা হয়ে গেলো প্রধান বিচারপতির বাসভবনে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের আমন্ত্রণে রোববার (১৭ ডিসেম্বর) বিকেল একত্রে সময় কাটালেন সাবেক ১০ প্রধান বিচারপতি। বাংলাদেশের ইতিহাসে এ ঘটনা বিরল। বিচারপতিদের এ মিলনমেলায় ছিলেন আপিল বিভাগের বিচারপতিরাও।

বিচারপতিদের মিলনমেলায় পুরনো দিনের স্মৃতিগুলো যেন চোখের সামনে যেন জ্বল জ্বল করে ওঠে। যেনো সামনেই ভাসছে দুঃখ-বেদনার চিত্রপাঠ, কতো ঘটনাবহুল ইতিহাস। প্রধান বিচারপতির বাসভবনেই সাবেক প্রধান বিচাপতিরা থেকেছেন দীর্ঘদিন, আবার সেখানেই তারা। যেনো স্মৃতি আঁকড়ে আরেকবার দেখলেন প্রিয় সেই ঘর, সেই আঙিনা। সাবেক বিচারপতিদের নিয়েই হেয়ার রোডের বাসভবনে বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সেরেছেন কিছু আনুষ্ঠানিকতাও।

রোববার পুরো বিকেলটাই একসাথে কাটিয়েছেন তারা। কখনও খোস গল্পে মেতেছেন, কখনও করেছেন স্মৃতিচারণ। ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এ ঘটনা। তাই স্মৃতিচিহ্ন হিসেবে আমের চারাও রোপন করেছেন তারা।

সময়ের সাথে বেড়েছে বয়স। কিন্তু সবকিছুই যেন সেদিনের ঘটনা। স্মৃতিতে ফিকেও হয়েছে কিছু কিছু ঘটনা। তবে জীবনের ভালোমন্দ মিশেলের এ অধ্যায়টা আবারও যেন খানিকক্ষণের জন্য হয়ে উঠল জীবন্ত। তাই এই আসর হয়ে উঠল আরেক ইতিহাস।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply