বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নয় বিজিএমইএ

|

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার কোনো কারণ নেই, এর যুক্তিও দেখছেন না বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। এজন্য সংগঠনটি উদ্বিগ্ন নয় বলে জানালেন বিজিএমই এর সভাপতি ফারুক হাসান।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীতে ‘ক্যারিয়ার সামিট’ বিষয়ক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমই।

ফারুক হাসান জানান, যুক্তরাষ্ট্র থেকে কোনো রকম শুল্ক মুক্ত সুবিধা পাচ্ছে না দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। শ্রমিকদের নিরাপত্তা ও নতুন বেতন কাঠামো নিয়ে কাজ করছে তারা। শ্রম আইন যেন কোনো রকম লঙ্ঘন না হয়, সেদিকেও নজর রাখছে বিজিএমইএ।

বিজিএমই সভাপতি বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ডে দেশের ক্ষতি যেন না হয় এবং পোশাক খাতের পণ্য রফতানিতে যেন বাধা তৈরি না হয় সেইদিকে খেয়াল রাখবেন রাজনৈতিক নেতারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply