রণক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে আরও পাঁচ লাখ সেনাসদস্য চায় ইউক্রেনের সেনাবাহিনী। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সাথে যুদ্ধের দু’বছর পূর্ণ হওয়ার ঠিক আগ মুহূর্তে এলো খবরটি। ধারণা করা হচ্ছে, মস্কোর বিরুদ্ধে ধুঁকতে থাকা যুদ্ধকে চাঙ্গা করতে এমন দাবি সেনাবাহিনীর। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে জেলেনস্কি প্রশাসন। যদিও মাঠ পর্যায়ের পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলে জানান প্রেসিডেন্ট।
তবে পশ্চিমা অর্থ সহায়তা নিয়ে একের পর এক অনিশ্চয়তার মাঝেই, ব্যয়বহুল উদ্যোগ নিলে তা কতোটা কার্যকর হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। বর্তমানে রণক্ষেত্রে পাঁচ লাখ সেনা মোতায়েন রয়েছে।
/এআই
Leave a reply