ইসরায়েলের অসৎ পরিকল্পনার কাছে আত্মসমর্পণ করবো না: হামাস

|

স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা বাসেম নায়েম। ছবি: আল জাজিরা।

ফিলিস্তিনি জনগণ তাদের ভূমিতেই থাকবে। কখনও ইসরায়েলের শয়তানি পরিকল্পনার কাছে আত্মসমর্পণ করবে না। এক বিবৃতিতে এমন কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতিই একমাত্র শর্ত বলে হুশিয়ারি দিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি নেতা বাসেম নায়েম। বুধবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম রয়টার্স এ খবর জানায়।

হামাস নেতা বাসেম নায়েম বলেন, গাজার সব বেসামরিক স্থাপনা ধ্বংস করছে ইসরায়েল। বাড়িতে, আশ্রয়কেন্দ্রে, হাসপাতালে গণহত্যা চালাচ্ছে। আমাদের জনগণ কেবল সংখ্যা নয়। পশ্চিম তীর ও জেরুজালেমেও চলছে আগ্রাসন। যুদ্ধবিরতি ছাড়া কোনো ধরণের বন্দি বিনিময় নয়। হামলা বন্ধের শর্তে যেকোনো উদ্যোগ নিতে রাজি।

প্রসঙ্গত, ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় মৃত্যু উপত্যকা গাজা। দুই মাসের বেশি সময় ধরে চলমান আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২০ হাজার ফিলিস্তিনি। চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ৫১ হাজার ফিলিস্তিনি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। বাস্তুহীন হয়েছেন ২০ লাখের বেশি ফিলিস্তিনি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply