লোহিত সাগরে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা মোকাবেলায় বহুজাতিক টহলে অংশ নেয়ার জেরে উত্তাপ ছড়িয়েছে স্পেনের রাজনীতিতে। বিরোধীদের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে তুরস্কের গণমাধ্যম আনাদুলু এজেন্সি এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টের অনুমোদন ছাড়া সেনাদের আন্তর্জাতিক মিশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একে গণতান্ত্রিক প্রক্রিয়ার নিয়ম বহির্ভূত আখ্যা দিয়েছেন বিরোধী নেতা।
তবে প্রধানমন্ত্রীর দাবি, স্পেন একতরফাভাবে এ উদ্যোগ নেয়নি। বরং ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের প্রেক্ষিতেই জানিয়েছে সম্মতি।
সম্প্রতি লোহিত সাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে আগ্রাসন চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর জেরে সমুদ্র সীমায় নিরাপত্তা জোরদার করতে যুক্তরাজ্য, বাহরাইন, ফ্রান্স, কানাডা, ইতালি, স্পেনসহ ১০ দেশকে নিয়ে বহুজাতিক টহলের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।
/এআই
Leave a reply