শেষের পথে ইউক্রেনের জন্য সহায়তা, যুক্তরাষ্ট্রের সতর্কতা

|

চলতি মাসেই ইউক্রেনের জন্য বরাদ্দ সামরিক সহায়তা শেষ হতে পারে। এমনটাই সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি। তবে তিনি জানান, বরাদ্দ বাড়ানো যেতে পারে যদি কংগ্রেস অনুমোদন দেয়। খবর সিএনএনের।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে মুখপাত্র এই সতর্কতা বার্তা দেন। সে সময় উপস্থিত ছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

জন কিরবি বলেন, রুশ আগ্রাসন রুখতে ইউক্রেনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা এতোদিন দেয়া হয়েছে। তবে দেশটির এখনও আমাদের সাহায্যের প্রয়োজন।

এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি চিঠি দেখিয়ে কংগ্রেসের দিকে উদ্দেশে তিনি বলেন, এই মাসের শেষ নাগাদ আমরা আরেকটি সহায়তার প্যাকেজ ইউক্রেনকে দিতে যাচ্ছি। তবে এটি হবে শেষ সহায়তা।

এটিএম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply