গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবের ভোটাভুটি তৃতীয়বারের মতো পেছালো জাতিসংঘে

|

গাজায় জরুরি ‘মানবিক যুদ্ধবিরতি’ ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি পেছালো আরেক দফা। বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক দর কষাকষির জেরে এমন সিদ্ধান্ত নেয়া হয়। খবর আল জাজিরার।

সংযুক্ত আরব আমিরাতের তোলা খসড়া প্রস্তাব নিয়ে এখনও সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র। ভেটো এড়াতেই আরও আলোচনার কথা জানায় নিরাপত্তা পরিষদ। নিউইয়র্কে জাতিসংঘের দফতরে এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সোমবার। তবে এ নিয়ে তিনবার তা স্থগিত হলো। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হবে।

দ্রুত ও দীর্ঘমেয়াদী মানবিক যুদ্ধবিরতি ও জরুরি সহায়তা নিশ্চিতের কথা বলা হয় আমিরাতের প্রস্তাবে। দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের কথাও বলা হয়েছে সেখানে। যুক্তরাষ্ট্রে আবারও ভেটো দেবে কিনা, এমন প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বলেন, হামাসের কর্মকাণ্ড নিয়ে কিছু উল্লেখ করা হয়নি প্রস্তাবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply