ইসরায়েলের বোমাবর্ষণ, আরও একটি টানেলের সন্ধান

|

ছবি: এপি

জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলার পর হামাসের আরও একটি বড় টানেলের সন্ধান পাওয়ার দাবি করেছে ইসরায়েল। বুধবার (২০ ডিসেম্বর) ভোরে এ হামলার ঘটনা ঘটে। খবর এপির।

ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফ জানায়, গাজা সিটির কেন্দ্রে এই টানেল নেটওয়ার্কের অবস্থান। সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ও সামরিক কমান্ডার ইয়াহিয়া সিনওয়ার ও মোহাম্মদ দেইফের কার্যালয় ছিল টানেলে। অন্যদিকে, হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানায়, ইসরায়েলের এ হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে।

তেলআবিব প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সিঁড়ি ও একটি এলিভেটর। বিদ্যুৎ সংযোগ ও নজরদারি ক্যামেরাও আছে টানেলে। বিস্ফোরণ প্রতিরোধক দরজাও দেখা যায়। সুড়ঙ্গটি রানতিসি ও আল শিফা হাসপাতালের আন্ডারগ্রাউন্ডের সাথে সংযুক্ত বলে দাবি ইসরায়েলের। যদিও এর স্বপক্ষে কোনো প্রমাণ দেখায়নি তারা।

গাজায় স্থল অভিযান শুরুর পর একের পর এক টানেলের সন্ধান পাওয়ার দাবি করছে তেলআবিব।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply