নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। পুলিশ এসব সমস্যা মোকাবেলা করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ইসি’র সাথে নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিয়ে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভায় শেষে এসব কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী সজাগ রয়েছে। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের আদেশ পালনে সবাই বাধ্য। ভোটেরদিন ব্যালট পাঠাতে কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি।
এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও ১৫টি আসনের রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ছিলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ডিএমপি ও জিএমপি কমিশনারসহ বিভিন্ন থানার ওসিরা উপস্থিত ছিলেন।
এটিএম/
Leave a reply