নাটোরে এসিড নিক্ষেপ মামলায় একজন গ্রেফতার

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের লালপুরে এক নারীর শরীরে এসিড নিক্ষেপের মামলায় জিয়াউর রহমান জিয়া (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে ঝিনাইদহের মহেশপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জিয়া নাটোরের লালপুরের রামকৃষ্ণপুরের আব্দুস সাত্তারের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, প্রায় আট বছর আগে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের জিয়ার সাথে দুড়দুড়িয়ার নতুনপাড়া গ্রামের রিমা ইয়াসমিনের (২২) বিয়ে হয়। তাদের সংসারে ছয় বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। ইতোমধ্যে মাদক মামলায় জেল হলে গত ৩ মাস আগে জিয়াকে তালাক দেয় রিমা।

পরে জামিনে বের হয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে রিমাকে এসিড নিক্ষেপ করে জিয়া। এতে পাশে দাঁড়িয়ে থাকা তার চাচাতো ভাইয়ের চার বছরের শিশু কন্যা মাইমুনা খাতুনের শরীরের কিছু অংশও এসিডে ঝলসে যায়। পরে তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এ ঘটনায় রিমার বাবা রান্টু মন্ডল বাদি হয়ে জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে জিয়াকে গ্রেফতার করে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply