জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন কেন বাতিল করা হবে না, জানতে চেয়েছেন আদালত। খালেদা জিয়ার আইনজীবীদের আগামী ৭ অক্টোবর এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সেই সাথে মামলার অন্য দুই আসামি মনিরুল ইসলাম খান ও জিয়াউল ইসলাম মুন্নার জামিন বাতিল করেছেন আদালত। স্থায়ী জামিনে থাকা মনিরুল ইসলামের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে দুপুরে মামলার কার্যক্রম শুরু হয়। খালেদা জিয়ার আইনজীবীরা তার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। অন্যদিকে দুদকের আইনজীবী সব আসামির জামিন বাতিল চান। এবং শুনানি ছাড়াই মামলার রায়ের দিন ধার্যের বিষয়ে যে আবেদন করা হয়েছে তার আদেশ চান। আদালত উভয় পক্ষের শুনানি শেষে আগামী ৭ অক্টোবর এ বিষয়ে আদেশের দিন ধার্য করেন।
Leave a reply