চব্বিশের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ভোটকে জাতীয় নির্বাচন নয় বলে আখ্যা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি এই নির্বাচনকে আওয়ামী লীগের কাউন্সিল বলে দাবি করেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধের দাবিতে শুক্রবার (২২ ডিসেম্বর) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাদ জুমা সমাবেশ করে দলটি। এ সময় নির্বাচন নিয়ে এমন আখ্যা দেয় দলটির নেতারা।
ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তামাশার নির্বাচন বাংলাদেশে হতে দেয়া হবে না । জনগণের টাকায় এই নির্বাচন হতে দেয়া হবে না।
সমাবেশ দলটির বক্তারা বলেন, নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক পদে দলীয় লোক বসিয়ে একপাক্ষিক নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। নির্বাচন বন্ধে ২৬ ডিসেম্বর সারাদেশের জেলা প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়া হবে।
তাদের দাবি না মানলে চরমোনাই পীর কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন বলে জানান ইসলামী আন্দোলনের মহাসচিব। সভা শেষে রাস্তায় মিছিল বের করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। পরে মিছিল না করেই ফেরত যায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
/এমএন
Leave a reply