দেশের সবাই জানে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন, তাহলে ভোটের দরকার কী— এমন প্রশ্ন তুলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহাবাগে গণতন্ত্র মঞ্চের সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এ প্রশ্ন তুলেন।
জোনায়েদ সাকি দাবি করেন, শেখ হাসিনার গণতন্ত্র হচ্ছে বিরোধী দল বাছাইয়ের নির্বাচন। যেখানে জাতীয় পার্টিকে বিরোধী আসনে বসাতে সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গত দুটি নির্বাচনেও ভোট ছাড়া ক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ। এক টাকার জায়গায় ৫০ টাকা বাজেট করে। উন্নয়নের বাজেট মেরে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে।
এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ২৮ অক্টোবর ক্ষমতাসীনরা সহিংসতা করে বিএনপি নেতাদের কারাগারে ঢুকিয়েছে। আগামী ৭ তারিখে ভোট কেন্দ্রে যাওয়া মানে দুর্নীতি, পক্ষপাত ও অন্যায়কে বৈধতা দেয়া।
/এমএন
Leave a reply