পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দাবি করেছেন, দেশে গ্রেফতার নিয়ে বিদেশিদের কাছে ভুল তথ্য দিচ্ছে বিএনপি। সেখানে সরকার প্রকৃত তথ্য তুলে ধরছে। ঢালাওভাবে কোনো নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে না। যারা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত, শুধুমাত্র তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে সিলেটে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ কে আব্দুল মোমেন জানান, যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের তথ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। বিদেশিদের এখন আর ভুল তথ্য দিয়ে সরকারবিরোধীরা সহানুভূতি আদায় করতে পারবে না।
উল্লেখ্য, এ কে আব্দুল মোমেন তার নির্বাচনী এলাকায় ভোটের প্রচার-প্রচারণ ও গণসংযোগ করছেন। গতকাল বৃহস্পতিবার গণসংযোগকালে তিনি বলেন, নৌকা বাংলার জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক। বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে সমুন্নত রেখে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই।
/এমএন
Leave a reply