সাংবাদিক জামাল খাসোগির স্ত্রীকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র

|

জামাল খাসোগি ও তার স্ত্রী হানান। ফাইল ছবি

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটের ভেতরে হত্যার শিকার সৌদি সাংবাদিক জামাল খাসোগির স্ত্রী হানান এলাতাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

হানান এলাতার ২০২০ সালে যুক্তরাষ্ট্রে যান। এরপর দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন। এর আগে, মিসরে অবস্থান করছিলেন তিনি। হানান জানান, মিসরে থাকলে তাকে হত্যা করা হতো। তাই নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তিনি।

আশ্রয় পাওয়ার বিষয়ে বিবিসিকে তিনি বলেন, আমরা জয়ী হয়েছি। ওরা জামালের জীবন কেড়ে নিয়েছে। আমার জীবন ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমরা জয়ী হয়েছি।

২০১৮ সালের অক্টোবরে খাসোগিকে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, খাসোগি হত্যাকাণ্ডের পেছনে সৌদি আরবের সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়া মার্কিন গোয়েন্দারা হত্যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত বলেও মনে করে। যদিও এ হত্যাকাণ্ডের পর যুবরাজ সালমানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলাও হয়। যেটি পরে খারিজ করে দেয় ওয়াশিংটনের আদালত। এছাড়া প্রিন্স সালমানকে দায়মুক্তিও দেয় যুক্তরাষ্ট্র।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply