আইএস বিরোধী ব্যাপক ধরপাকড় তুরস্কে, আটক ৩০০

|

জঙ্গিগোষ্ঠী আইএস বিরোধী ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে তুরস্কে। অভিযানে আটক করা হয়েছে ৩০০ জনের বেশি সন্দেহভাজনকে।

দেশজুড়ে ৩২টি অঞ্চলে চালানো হয় এই অভিযান। সবচেয়ে বেশি আটক করা হয়েছে আঙ্কারা, ইস্তাম্বুল এবং ইজমিরে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপারেশন হিরোজ-থার্টি ফোর নামক এই অভিযানের লক্ষ্য ছিলো জঙ্গিগোষ্ঠী আইএসকে সমর্থনদাতা এবং অর্থ সরবরাহকারীদের আটক করা। তুরস্ক কোনোভাবেই উগ্রপন্হাকে প্রশ্রয় দেবে না বলে হুঁশিয়ারি জানান তিনি।

তুরস্কে ২০১৫-১৬ সালে সাতটি আত্মঘাতী বোমা হামলা হয় যাতে প্রাণ যায় ২৫০ এর বেশি মানুষের। ওই হামলাগুলোর পেছনে আইএসকে দায়ী করা হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply