রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে গণসংযোগের সময় দেখা মিললো হৃদ্যতার ছোঁয়া। চলতি পথে দেখা হয়ে যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদের সাথে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে একই আসনের বিএনএমের প্রার্থী মতিউর রহমান মন্টুর। দু’জন এসময় সৌজন্যমূলক বাক্যবিনিময় করেন। খোঁজখবর নেন একে অন্যের স্বাস্থ্যেরও।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলা বাজারে গণসংযোগকালে এ ঘটনা ঘটে।
এ সময় আওয়ামী লীগের প্রার্থী আসাদের কাছে নিজের শারীরিক অসুস্থতার কথা বলেন মন্টু। একপর্যায়ে মন্টুকে ওষুধও খাইয়ে দেন আসাদ।
দুই প্রার্থীই বলেন, একসাথে দীর্ঘদিন পথ চলেছেন তারা। রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে আছেন পাশাপাশি। ৯০ এর আন্দোলনেও ছিলেন রাজপথে। তাই এবারের নির্বাচনেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে চান তারা। প্রচার কার্যক্রম চালাতে চান সুষ্ঠুভাবে। রাজশাহী-৩ এ ভুল বোঝাবুঝি বা সহিংসতার কোনো শঙ্কা নেই বলেও জানান তারা।
/আরএইচ
Leave a reply