ইউক্রেনকে এফ-সিক্সটিন ফাইটার জেট পাঠানোর তোড়জোড় শুরু নেদারল্যান্ডে

|

ইউক্রেনকে ১৮টি এফ-সিক্সটিন ফাইটার জেট পাঠানোর প্রস্তুতি শুরু করেছে নেদারল্যান্ডস। শুক্রবার (২২ ডিসেম্বর) এ তথ্য জানায় ডাচ সরকার। খবর রয়টার্সের।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ একটি পোস্ট করেন ডাচ তত্ত্বাবধায়ক সরকার। পোস্টে বলা হয়, ইউক্রেনের সাথে নেদারল্যান্ডসের যে সামরিক চুক্তি হয়েছে তাতে বিশেষ গুরুত্ব পেয়েছে এই ফাইটার জেট। সে চুক্তির আওতায় এরই মধ্যে একটি জেট পাঠানো হয়েছে। গত নভেম্বরে রোমানিয়ায় ইউক্রেনীয় সেনাদের ট্রেনিং সেন্টারে পৌঁছৈছে সেটি। বাকি জেটগুলো কবে নাগাদ পাঠানো হবে সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি এখনও।

এদিকে, ডেনমার্ক, নরওয়ে ও বেলজিয়ামও ইউক্রেনকে এফ-সিক্সটিন জেট পাঠানোর ঘোষণা দিয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply