ইসরায়েলি আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন দুই শতাধিক মানুষ। শনিবারের (২৩ ডিসেম্বর) এই বর্বরতায় আহত হন কমপক্ষে ৩৬৮ জন। খবর আল জাজিরার।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তরাঞ্চল ছাড়াও দক্ষিণ ও খান ইউনিস এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। ইন্দোনেশিয়ান হাসপাতাল আর পাশের স্কুল ঘিরে রাতভর চলে গোলাবর্ষণ। প্রাণ গেছে ২০১ জনের। যাদের বেশিরভাগই নারী ও শিশু। প্রাণ হারিয়েছেন সাংবাদিক আহমেদ আল জামাল। তার মৃত্যুতে গাজায় চলমান আগ্রাসনে নিহত সংবাদকর্মীর সংখ্যা ছাড়ালো শতাধিক।
উত্তরাঞ্চলের ‘তাল-আল-জাতার’ এলাকাটি ২০ দিনের বেশি সময় ধরে ইসরায়েলি সেনাদের দখলে। সেখানে চিকিৎসক বা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দলকে প্রবেশের সুযোগ দেয়া হচ্ছে না। এ পরিস্থিতিতে মানবিক সহায়তা দেয়া অসম্ভব, এমনটা জানিয়েছে জাতিসংঘের টিম।
/এএম
Leave a reply