রাসায়নিক ট্যাংকারে ইরানের হামলা, দাবি যুক্তরাষ্ট্রের

|

এই মাসের শুরুতে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সামরিক কুচকাওয়াজ করেছে ইয়েমেনের হুতিরা। ছবি: জুমা প্রেস

ভারত মহাসাগরে রাসায়নিক বহনকারী একটি ট্যাংকারে আঘাত করেছে ইরানের ড্রোন। শনিবার (২৩ ডিসেম্বর) এমন দাবি করে যুক্তরাষ্ট্রের। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।

পেন্টাগন জানায়, ড্রোন হামলায় আগুন ধরে যায় ট্যাংকারটিতে। তবে বড় কোনো ক্ষতি হওয়ার আগেই তা নেভানো সম্ভব হয়। এ ঘটনায় কারও হতাহতের খবরও পাওয়া যায়নি। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি সৌদি আরব থেকে ভারত যাচ্ছিলো বলে জানা যায়।

গত দেড় মাসে লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা বাড়িয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্রগোষ্ঠী হুতি বিদ্রোহীরা। শনিবারও দুটি জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হুতিরা। তবে এই ইস্যুতে এখনও কোনো মন্তব্য করেনি তেহরান।

উল্লেখ্য, গাজায় ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে এই আক্রমণ চালানো হচ্ছে। তারই প্রতিক্রিয়ায় গত ১৮ ডিসেম্বর ১০ দেশের জোট গঠনের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply