চুয়াডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলাকারী মানিক চেয়ারম্যান কারাগারে

|

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

চুয়াডাঙ্গা সদর উপজেলার বসুভান্ডারদহ এলাকায় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের দিলীপ কুমার আগরওয়ালার প্রচারণায় বাধা ও হামলার দায়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিককে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক লস্কর সোহেল রানা এ আদেশ দেন।

এর আগে, শনিবার রাত সোয়া ৩টার দিকে সদর থানায় স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমারকে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার অভিযোগ

মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান দিলীপ। প্রচারণা শেষে ঈগল প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করতে যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার নেতাকর্মী ও গাড়িবহর। নির্বাচনী অফিসে পৌঁছানোর আগেই তার গাড়িবহরের গতিরোধ করা হয়। গাড়ি আটকে অকথ্য ভাষায় গালাগালি করে নৌকার সমর্থকরা। পরে প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার গাড়ি থেকে নামলে তাকেও লাঞ্ছিত করা হয়।

এএস/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply