তিনদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

|

ফাইল ছবি।

অবরোধের পর আবারও লিফলেট বিতরণ কর্মসূচিতে ফিরেছে বিএনপি। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠনে আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটি। রোববার (২৪ ডিসেম্বর) এক অনলাইন সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় রিজভী বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে; নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এ কর্মসূচি পালন করা হবে।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের নামে সরকার তামাশা করছে। কোন আসনে কোন প্রার্থী কত ভোট পাবে সেটিও নির্ধারণ করা হয়ে গেছে।

এর আগে, নির্বাচন বর্জন ও সরকারকে অসহযোগিতা করার দাবি নিয়ে টানা তিনদিন লিফলেট কর্মসূচি পালন করেছে বিএনপি। এরপর আবারও অবরোধ কর্মসূচি দেয় দলটি। নতুন করে লিফলেট বিতরণ কর্মসূচিতে ফিরলো বিএনপি।

আরও পড়ুন: মঙ্গলবার থেকে তিনদিনের নতুন কর্মসূচি এলডিপির

এদিকে, বিএনপির সঙ্গে মিল রেখে তিনদিনের একই কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার (২৪ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ এই কর্মসূচি ঘোষণা করেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply