দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় আগামীকাল রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ আয়োজিত দুটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। সভাস্থলের প্রস্তুতি প্রায় শেষের পথে। দলীয় প্রধানের সাক্ষাৎ পেতে উজ্জীবিত নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে রংপুর-২ আসনের তারাগঞ্জ ওয়াকফস্টেট কলেজ মাঠে ভাষণ দিবেন তিনি। প্রস্তুত সভাস্থল। এখানে নৌকার প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউক।
এরপর বিকেলে প্রধানমন্ত্রী যাবেন তার শ্বশুরবাড়ি রংপুর-৬ পীরগঞ্জে। সেখানে আওয়ামী লীগের প্রার্থী, স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দিবেন। চাইবেন নৌকায় ভোট।
পীরগঞ্জ-৬ আসনে অতীতে এমপি ছিলেন প্রধানমন্ত্রী। এই নির্বাচনে উন্নয়ন ইুস্যুতে রংপুরের চারটি আসনে বিজয় ছিনিয়ে আনতে প্রধানমন্ত্রীর সফর মাইলফলক হিসেবে দেখছেন নেতাকর্মীরা।
রংপুরের ৬টি আসনের ২টি শরিকদের জন্য ছেড়েছে আওয়ামী লীগ। ২০১৮ সালের নির্বাচনেও এই আসনগুলোয় প্রার্থী দেয়নি নৌকা। তখনও প্রচারণা চালাতে স্বশরীরে গিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এবারও তিনি যাচ্ছেন নৌকায় ভোট চাইতে।
এটিএম/
Leave a reply