ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন চেলসিকে ২-১ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটন। ঘরের মাঠ মলিনাক্স স্টেডিয়ামে ব্লুদের হারিয়ে সেরা দশে ঢোকার লড়াইয়ে উঠে এসেছে তারা।
রোববার (২৪ ডিসেম্বর) রাতে নিজেদের মাঠে প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির ছয় মিনিট পর পাবলো সারাবিয়ার কর্নার থেকে হেডে জালে বল জড়ান উলভসের মারিও লেমিনা। ৯০ মিনিট পর্যন্ত এই লিড ধরে রাখে তারা। ওই গোল শোধের চেষ্টা করতে থাকা ব্লুজ ম্যাচের যোগ করা সময়ে আরও একটি গোল খেয়ে বসে। ম্যাচের ৯৩ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে মাউরিসিও পচেত্তিনোর দল। এবার গোল করেন ডোহার্টি।
তবে শেষ বাঁশির আগে রাহিম র্স্টালিংয়ের পাস ধরে ক্রিস্টোফার এনকোনকু গোল করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে। এই হারের পর ১৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে চেলসি। ইউরোপের তৃতীয় সেরা টুর্নামেন্ট কনফারেন্স লিগের টিকেট পেতে হলেও থাকতে হবে সপ্তম স্থানে। সেখান থেকেও ৭ পয়েন্টে পিছিয়ে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।
/এনকে
Leave a reply