জরিমানা, সাজা দেয়ার প্রতিবাদে গোপালগঞ্জে সড়ক অবরোধ

|

গাড়ির লাইসেন্স ও ফিটনেস না থাকায় ভ্রাম্যমাণ আদালতের করা জরিমানা ও সাজা দেয়ায় ৪ ঘন্টা গোপালগঞ্জে সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। ফলে ঢাকা-খুলনা মহাসড়কে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।

সোমবার সকাল ৯ টা থেকে শ্রমিকরা মহাসড়কের দুটি স্থানে অবরোধ সৃষ্টি করে। এতে রাস্তায় আটকা পড়ে অনেক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গতকাল প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় লাইসেন্স আর ফিটনেস না থাকার অপরাধে ১২টি বাসকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। দুই চালককে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

এ ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply