বড়দিনেও ইসরায়েলি হামলায় নিহত আড়াইশ’ ফিলিস্তিনি

|

ক্রিসমাসেও ছাড় পায়নি গাজাবাসী। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনীর বর্বরতায় প্রাণ গেছে ২৫০ ফিলিস্তিনির। খবর আল জাজিরার।

সোমবার (২৫ ডিসেম্বর) সারা বিশ্ব যখন বড়দিনের উৎসবে মেতে, তখন গাজায় একের পর এক হামলা চালিয়ে গেছে দখলদার ইসরায়েলি বাহিনী। পশ্চিমা বিশ্ব যখন স্বজনদের সাথে বড়দিনের আমদ-ফুর্তিতে ব্যস্ত, তখন গাজায় চিশ্চিহ্ন একেকটি পরিবার, খালি হচ্ছে শত শত মায়ের বুক।

বড়দিনে রাতভর খান ইউনিস, ঝির আল দিক এবং নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। আশ্রয় কেন্দ্রগুলোর পাশাপাশি বিভিন্ন আবাসিক স্থাপনা লক্ষ্য করেও চলে হামলা। এরমধ্যে শুধু মাঘাজি রিফিউজি ক্যাম্পেই প্রাণ গেছে শতাধিক মানুষের। তাদের বেশিরভাগই নারী ও শিশু।

এখনও ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। সরঞ্জাম এবং কর্মী সংকটের কারণে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন স্বজনেরা।

ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ২১ হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৫৫ হাজারের বেশি। তবে প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি বলে দাবি সংশ্লিষ্টদের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply