জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে এখনো কমিশনে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন, কমিশনার কবিতা খানম। তবে সহসাই বৈঠকে বসার ইঙ্গিত দেন তিনি। আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশনে এক ব্রিফিং-এসব কথা বলেন তিনি।
কবিতা খানম বলেন, তফসিল ঘোষণার তারিখ একমাত্র কমিশন ঘোষণা করতে পারবেন, কোনো একক ব্যক্তি নয়। তিনি জানান, নির্বাচনী কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা নিশ্চিতে তাদের বদলির সুপারিশের ক্ষমতা ইসির হাতে চেয়ে সংশোধনী পাঠিয়েছে কমিশন। তবে, এখনো পর্যন্ত আচরণবিধি সংশোধনের প্রয়োজন পড়েনি। কয়েকটি সিটি নির্বাচনের পর আস্থার জায়গা তৈরি হয়েছে ইসির। এবারের সংসদ নির্বাচনে কঠোরভাবে আইনের প্রয়োগ হবে বলেও জানান নির্বাচন কমিশনার।
Leave a reply