আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের পঞ্চম আসর। উদ্বোধনী ম্যাচে লাওসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছ’টায়।
সাফের ব্যর্থতা ভুলে বঙ্গবন্ধু গোল্ডকাপে ভালো শুরু করতে চায় জেমি ডে শিষ্যরা। বাংলাদেশ থেকে র্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়ে থাকা লাওসের বিপক্ষে জয়ের বিকল্প কিছু ভাবছে না লাল-সবুজ জার্সিধারীরা। সে ক্ষেত্রে বাড়তি অনুপ্রেরণা যোগাবে এশিয়ান গেমসে কাতার এবং সাফে ভুটান ও পাকিস্তানের মত দলকে হারানোর স্মৃতি। আতিকুর রহমান ফাহাদ ইনজুরিতে পড়ায় স্কোয়াডে যোগ দিয়েছেন শুশান্ত ত্রিপুরা। বিপরীতে দলের প্রধান তিন ফুটবলার না থাকায় তারুণ্য নির্ভর দলে ভরসা লাওস কোচের। স্বাগতিকদের বিপক্ষে জয় দিয়েই মিশন শুরু করতে চান তিনি।
বাংলাদেশের কোচ জেমি ডে বলেন, ম্যাচ জিততে চাই। তবে তা সহজ হবে না। নতুন অনেকেই দলে এসেছে। আক্রমণভাগেও বদল হবে। সাফের থেকে আক্রমণভাগকে এবার বেশি দায়িত্ব নিতে হবে।
লাওস কোচ মাইক উয়ং মান হেং বলেন, নতুন কোচের অধীনে বাংলাদেশ ভালো করছে। বাংলাদেশ স্বাগতিক দেশ হওয়ায় হয়তোবা কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে আমাদের জন্য।
Leave a reply