সাহিত্যে এবার নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ ঔপন্যাসিক কাজুয়ো ইশিগুরো। আজ বৃহস্পতিবার নোবেল কমিটি তার পুরস্কার প্রাপ্তির কথা ঘোষণা করে।
জাপানি বংশোদ্ভুত ইশিগুরো মূলত একজন ঔপন্যাসিক হলেও ছোট গল্পকার ও চিত্রনাট্যকার হিসেবেও তার খ্যাতি রয়েছে। তার জন্ম। জাপানের নাগাসাকি শহরে ১৯৬০ সালে।
১৯৮৯ সালে উপন্যাস ‘The Remains of the Day’ এর জন্য তিনি ম্যান বুকার পুরস্কার পান।
১৯০১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সাহিত্যে ১১০ জনকে নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত সাহিত্যে নোবেল পেয়েছেন ১৪ জন নারী। দুইজনকে যৌথভাবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়েছে এমন ঘটনা ঘটেছে ২ বার।
সাহিত্যে নোবেল পাওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি হলেন রুডইয়ার্ড কিপলিং। ৪১ বছর বয়সে ‘দ্য জাংগল বুক’ এর জন্য তাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। আর সাহিত্যে নোবেলজয়ী সর্বোজ্যেষ্ঠ ব্যক্তি হলেন ডোরিস লেসিং। ২০০৭ সালে যখন লেসিংকে পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয় তখন তার বয়স ছিল ৮৮ বছর।
Leave a reply