সৌদি নেতৃত্বাধীন জোটকে ‘কালো তালিকাভুক্ত’ করছে জাতিসংঘ। ইয়েমেনে শিশু অধিকার লঙ্ঘনের দায়ে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠনের প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।
সম্প্রতি জাতিসংঘের ‘শিশু ও সশস্ত্র সংঘাত’ বিষয়ক বার্ষিক প্রতিবেদনের খসড়ায় সৌদি জোটকে তালিকায় দেখা যায়। ৩১ অক্টোবর এ বিষয়ে নিরাপত্তা পরিষদে বিতর্কের কথা রয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
ইয়েমেনে শিশু হত্যা ও আহতের ১ হাজার ৩৪০টি ঘটনা যাচাই করা হয়, যার মধ্যে ৬৮৩টির হত্যার জন্য সৌদি জোটের বিমান হামলাকে দায়ী করা হয়েছে। ৪১৪ জন শিশুকে হত্যা বা আহত করার দায়ে হুতি বিদ্রোহীদেরও ‘কালো তালিকায়’ ফেলা হয়েছে।
২০১৬ সালে এমনই আরেকটি প্রতিবেদনেও সৌদি আরবের নাম অন্তর্ভুক্ত করার কথা ছিল। পরে তাদের নাম প্রত্যাহার করার কথা জানানো হয়। তৎকালীন জাতিসংঘ মহাসচিব বান কি মুন উপসাগরীয় দেশগুলোর ‘অগ্রহণযোগ্য’ চাপের কথা বলেছিলেন।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply